বর্ণপরিচয় মার্কেট থেকে বেরিয়ে ট্রাম-রাস্তায় নেমে মনে পরল - আরে, বইয়ের ওপর লেখকের সই তো নেওয়া হল না! সে যাকগে, উনি নিজের হাতে বইটা আমাকে দিয়েছেন - সেটাই যথেষ্ট। আটপৌরে পোশাক পরা, সদাব্যস্ত মানুষটা অনেক কথার পর বইটা আমার হাতে তুলে দিলেন - যেন নিজের একটা হৃদয়-খণ্ড পরশপাথর ভেবে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিলেন, যদি মনকে সোনা করতে পারে, খাঁটি করতে পারে।
Boier Haat™ | © All rights reserved 2024.