জনপ্রিয়তা সূচক কি?
"জনপ্রিয়তা সূচক" একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত নির্দেশক, যা বিভিন্ন গণমাধ্যমে একটি বইয়ের বিষয়ে আলোচনা-পর্যালোচনার একটি নির্ভরযোগ্য পরিসংখ্যান শুধু না, এই সূচক বইটির সামগ্রিক জনপ্রিয়তার একটি মাপকাঠিও বটে। এই প্রযুক্তি বইয়ের হাটTM -এর একটি ঐকান্তিক এবং মৌলিক প্রচেষ্টা। ইতিমধ্যে আমাদের সংগ্রহে থাকা ১৮০-র ও বেশি প্রকাশকের প্রায় ১৩,০০০ বইয়ের অধিকাংশকেই আমরা এই সূচকের আওতায় এনে ফেলেছি। এই সূচক মাধ্যমে আমাদের সহযোগী প্রকাশক এবং লেখকেরা নিজেদের বই পাঠকের কাছে কতটা জনপ্রিয় হয়েছে দেখতে পাবেন এবং পাঠকও বহুল চর্চিত বইগুলির বিষয়ে জানার একটি অনায়াস মাধ্যম পাবেন।
জনপ্রিয়তা সূচক কিভাবে গণনা করা হয়?
সর্বাধিক জনপ্রিয় বই
জনপ্রিয়তা সূচক ১ -এর বেশি হলেই সে বইয়ের বিষয়ে কিছু ভালো প্রতিক্রিয়া পাওয়া গেছে তা ধরে নেওয়া যেতে পারে। ১০০ -র বেশি জনপ্রিয়তা সূচক খুব ভালো প্রতিক্রিয়া এবং পাঠক মহলে বইটির চর্চার নির্দেশ করে। ৫০০ -র বেশি জনপ্রিয়তা সূচকের অর্থ বইটি পাঠক মহলে খুবই সমাদৃত এবং পাঠকের প্রতিক্রিয়া অন্যকে বইটি পড়াতে প্রেরণা জুগিয়েছে। তবে জনপ্রিয়তা সূচকের কোন ঊর্ধ্ব-সীমা নেই - কারণ পাঠকের উৎসাহ ও চর্চারও তো কোন শেষ নেই। এখনো পর্যন্ত আমাদের সংগ্রহে থাকা 13,000 -এরও বেশি বইয়ের মধ্যে জনপ্রিয়তা সূচকের নিরিখে সর্বাধিক জনপ্রিয় ৩টি বই হল:
বই | জনপ্রিয়তা সূচক | লেখক | প্রকাশক |
বাংলা গল্প-আন্দোলন | 1154 | সৌম্যব্রত বন্দ্যোপাধ্যায় | গাঙচিল |
প্রাচীন ভারতের ইতিহাস (দ্বিতীয় খন্ড) | 1124 | সুনীল চট্টোপাধ্যায় | পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ |
কলকাতার সিনেমা হল | 998 | সুজয় ঘোষ | অরণ্যমন |