কবিতা সংগ্রহ

(0 পর্যালোচনা)

প্রকাশক:
আদম

দাম:
₹320.00

পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:
প্রকাশক
আদম
আদম
(0 ক্রেতার পর্যালোচনা)

কবিতা সংগ্রহ 

যুগান্তর চক্রবর্তী 

'তাই, আমার অক্ষমতাই আমার না-লেখার একমাত্র কারণ, এমন সন্দেহাতীত ও বদ্ধমূল কারণ যে আমার অক্ষমতার প্রমাণ কখনও লিখে কখনও না-লিখে আমাকে দিতে হয়। তাই, আমার লেখা ও না-লেখার দ্বন্দুই আমার জীবনের একমাত্র সত্য। যে-জীবন যাপন করতে আমি বাধ্য হই, এবং বাধ্য হয়েই যে-জীবন আমি যাপন করি না, - এই দুই জীবনের দ্বন্দ্বের মধ্যেই আমার লেখা ও না-লেখার কারণ প্রতি মুহূর্তে সৃষ্টি হচ্ছে। হয়ত কবিতার কাছে আমি যা চাই তা কবিতার বিনাশ ছাড়া আর কিছু নয়।'--- যুগান্তর চক্রবর্তী 

লেখক পরিচিতি : : 

যুগান্তর চক্রবর্তীর জন্ম ৩ অক্টোবর ১৯৩৩, রেঙ্গুনে। পৈতৃক নিবাস বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারিপুর মহকুমার সালদ গ্রামে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ব্রহ্মদেশ থেকে সর্বস্ব ত্যাগ করে সপরিবারে পায়ে হেঁটে মালদহ শহরে আসেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর যুগান্তর চক্রবর্তী শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। তাঁর বয়স যখন উনিশ তখন প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ। 'তিমির সীমান্ত' (১৯৫২)। এরপর প্রকাশিত হয়েছে 'স্মৃতিবিস্মৃতির চেয়ে কিছু বেশী' (১৯৬৮) ও 'ইষ্টিপত্র এবং অন্যান্য' (২০০৬)।

তাঁর একটি অবিস্মরণীয় কাজ 'অপ্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায় : ডায়েরি ও চিঠিপত্র' (১৯৭৬)-এর সম্পাদনা। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে 'মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প' (১৯৬৫) এবং 'মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা'ও (১৯৭০)।

মানিক বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষে প্রকাশিত হয়েছে তাঁর একমাত্র প্রবন্ধগ্রন্থ 'সমগ্র মানিক বন্দ্যোপাধ্যায় : দ্বন্দুের দুই মুখ' (২০০৮)।

২০১১ এর ২০ ফেব্রুয়ারি আত্মপ্রচারবিমুখ এই কবি ও গবেষক প্রয়াত হন।

এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.