অপরাজিত সত্যজিৎ ২য় খন্ড
জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কল্যাণী বিশ্ববিদ্যালয়
সত্যজিৎ নামটা এলেই মনে পড়ে তাঁর বহুমুখী প্রতিভার কথা। সাদাকালোর ম্যাজিকে পৃথিবী জয় করলেও তিনি ছিলেন সব্যসাচী। সিনেমা, সাহিত্য, পত্রিকা সম্পাদনা, অলংকরণ, বিজ্ঞাপন, বাচিক শিল্প, গান রচনা সব শাখাতেই তিনি অপরাজিত।
পৃথিবীর কোন দেশ জয় করেননি তিনি! মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, সুইজারল্যান্ড ইত্যাদি দেশের ফিল্ম ইনস্টিটিউটে আজও তাঁর জয়জয়কার। ভূমিকাসহ পঞ্চান্নটি লেখা দিয়ে সাজানো এই সংকলন। বিদেশের পনেরোটি লেখায় উঠে এসেছে ক্ষণজন্মা এই নায়কের অনেক অজানা কথা।
বিচিত্র বিষয়, বিচিত্র আঙ্গিকে আমাদের শিল্প সংস্কৃতির ইতিহাসে তিনি একটি চিহ্নিত অধ্যায়। দেশ-বিদেশের অনেক ঘটনা, অনেক গবেষণা নিয়ে দ্বিতীয় খণ্ডের 'অপরাজিত সত্যজিৎ'। সত্যজিৎচর্চার এ এক চিরকালীন সংকলন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি