বঙ্গ-ত্রাস : ডাকাতি ও কালীক্ষেত্র সম্পর্কীয় ইতিবৃত্ত
সম্পাদক : প্রীতম দে
বইয়ের কথা :
‘বঙ্গ-ত্রাস’ নামটায় বিষয় সম্পর্কিত একটা আপাত ধারণা নিশ্চয়ই আসে। ‘ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে সর্বপ্রথম ‘বঙ্গ’ নামটির উল্লেখের পর থেকে পুরাণ, সাহিত্য, ইতিহাসের বিভিন্ন গ্রন্থে, পরবর্তীকালে লোকমুখে, প্রচলিত কথায় ‘বঙ্গ’ বলতে বোঝানো হত সমগ্র বাংলাকেই। এই বইয়ের বিষয়ের সময়কাল ও প্রেক্ষাপট বোঝাতে আমার এই ‘বঙ্গ’ নামটির ব্যবহার। আর ‘ত্রাস’ কথটির আভিধানিক অর্থ তো, ‘ভীতি’। বাংলার ভীতি অর্থাৎ ‘বঙ্গ-ত্রাস’-এর মূল বিষয়, সমগ্র বাংলা জুড়ে একসময় জন্ম নেওয়া ডাকাতিপ্রথা, ডাকাতদের জীবনকথা, কার্যকলাপ ও তাদের পূজিতা দেবীর থান থেকে আজকের বাংলায় মন্দির গড়ে ওঠার ধারা বিবরণ ও ইতিহাস।
বাংলার ডাকাত নিয়ে পূর্বে তথ্যনির্ভর কিছু বই-গ্রন্থ থাকলেও যাঁরা ইতিহাস পড়তে ভালোবাসেন, অতীতের বাংলার একেক অধ্যায়কে জানতে ভালোবাসেন, আশা রাখি তাঁরা নিশ্চয়ই রসদ পাবেন এই ‘বঙ্গ-ত্রাস’ সংকলন বইটিতে। যা বাংলার এক অধ্যায়ের, ফেলে আসা এক সময়-ধারাবাহিকতার কথা বলবে কাহিনির আঙ্গিক নিয়ে, গল্পের ছলে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি