দুই রত্ন
দেবাশিস দত্ত
"দুই রত্ন, সত্যি সত্যিই যাঁরা ভারতরত্ন। যদিও সরকারি 'ভারতরত্ন' পুরস্কার পাননি কেউই! সুনীল গাভাসকার এবং কপিলদেব নিখাঞ্জ, সেই দুজনকে পাশাপাশি সাজিয়ে, এক মলাটে এবার। জীবনের নানা অধ্যায়, নানা প্রসঙ্গে একেবারে খোলাখুলি কথা বলেছেন দুজনেই। ভারতীয় ক্রিকেটের লম্বা ইতিহাসে অনেকেই এসেছেন। কিন্তু এই দুজন একেবারে আলাদা এবং সবার ওপরে। একজন টেস্ট ইতিহাসে প্রথম দশ হাজার রানের সীমানা পেরিয়েছিলেন, শতরান সংখ্যায় প্রথমবার টপকে গিয়েছিলেন ডন ব্র্যাডম্যানকেও। অন্যজনের হাতে উঠেছিল ক্রিকেটের বিশ্বকাপ, এসেছিল ভারতে প্রথমবার। পরে শচীন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিরা বারবার বলেছেন, তাঁদের ক্রিকেটে টেনে এনেছিল, খেলতে অনুপ্রাণিত করেছিল তিরাশির সেই বিশ্বকাপ জয়। কপিলের হাতে ট্রফি দেখার আনন্দটাই তাঁদের টেনে এনেছিল ক্রিকেট মাঠে। এই বইয়ের পাতায় পাতায় সেই সুনীল-কপিল!
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি