হে ধনী মানিনী
পূর্ণেন্দু ভট্টাচার্য
বইয়ের কথা :
হৃদয় যেন এক ভিক্ষুক বাউল-উদাসী হয়ে (ফকিরি নিয়ে)পথে পথে ঘোরে আশায় আশায় - মাঝে মাঝে
হয়ত ভুল করে যায় কারুর কাছে, কারুর দরজায় কড়া নাড়ে বারেবারে। হাত পাতে -কিন্তু হয় সবই ব্যর্থ নিষ্ফল-যার মনের দরজায় কড়া নাড়ে, হাত পেতে বসে থাকে ঘন্টার পর ঘন্টা তার কোনো সাড়া পাওয়া যায়না।যেন এক রূপসী গর্বিতা রমণী আপন অহঙ্কারে গর্বে মুখ ফিরিয়ে থাকে-ফিরেও তাকায় না -উপোষি চাতকের দিকে-এইভাবে দিনের পর দিন চলতে থাকে।
ক্রমে -দিন মাস ঋতু বছর -পাল্টায়-পরিবর্তন ই নিয়ম প্রকৃতির। আশা নদীর জলে টান পড়ে আসে।
-ভাঁটা যায় শুকিয়ে-আশালতার ফুল ঝরে পড়ে-কেবল সটান ঋজু হয়ে দাঁড়িয়ে থাকে পত্রহীন
শুষ্ক রিক্ত কাণ্ড...
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি