ঝাড়গ্ৰামে ঝামেলা
সংযম পাল
প্রচ্ছদ : মৌমিতা পাল সেনশর্মা
'না, উপমা। ভুল হল। আগেও বেশ কবার খারাপ চিঠি পেরেছি। দুর্বল ব্যক্তিরাই ভয়-দ্যাখানোকে একটা অস্ত্র বলে মনে করে। এই চিঠির প্রেরক আমার মনোযোগ তেমনভাবে টানেনি। কিন্তু এই চিঠিতে টুকুন বলে একজনের কথা আছে। হয়তো সে খুব বিপদে পড়েছে। হয়তো খুব অসহায় অবস্থা তার। হয়তো তার মা-বাবা গরীব বলে ইচ্ছে থাকা সত্ত্বেও আমার কাছে আসতে পারছে না। এই টুকুনই আমাকে আকর্ষণ করছে।' উত্তেজিতভাবে বললেন প্রখর রুদ্র।।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি