কুমায়ুনের পথে পথে -স্বামী বিবেকানন্দ
সুমন্ত বন্দ্যোপাধ্যায়
স্বামী বিবেকানন্দ সারা বিশ্বে এক আলোচিত নাম।তাঁকে ঘিরে মানুষের আগ্রহ তুঙ্গে। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই সেই আগ্রহ তাঁর দর্শন ও বিদেশে থাকাকালীন কার্যাবলী নিয়ে।অথচ বিবেকানন্দ হবার প্রস্তুতি পর্ব তার বহু আগে থেকেই।এই পর্বে তিনি বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছিলেন এই ভূখণ্ডের প্রধান স্পিরিটকে ধরতে। একদিকে যেমন দক্ষিণ ভারতে গেছেন ঠিক তেমনিভাবেই বারবার ছুটেছেন উত্তরভারতের তুষার শৃঙ্গে। শ্যামলাতাল,আলমোড়া,কাসার,মায়াবতীতে খুঁজে পেয়েছেন অধ্যাত্ম সাধনার গভীর প্রশস্তি, ও আশ্রয়। অনুভব করেছেন যুগ যুগান্ত ধরে কেন ঋষি মুনীদের প্রিয় এই স্থল। উপনীত হয়েছেন এক বোধে যে এইস্থান মিশন করার উপযুক্ত। এই তীর্থক্ষেত্র যে নিছক ভ্রমণক্ষেত্র নয়,স্বামীজির ভাবনা ও আদর্শের মিলনস্থল তা অনুভব করেছেন এই গ্রন্থের লেখক। তিনি এখানে আশ্রম গড়ার পেছনের কাহিনি ও স্থান মাহাত্ম পাঠকের কাছে তুলে ধরেছেন গবেষণা করে।এর সঙ্গে যুক্ত হয়েছে গোয়াও, যেখানে স্বামিজীর যাওয়ার ও থাকার কথা অনেকেই জানেন না।সব মিলিয়েই লেখকের চোখ দিয়ে পাঠ পৌঁছে যেতে পারবেন কুমায়ুনের পথে পথে বিবেকানন্দের সংসর্গে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি