মেটাবলিক রিফ্ট
হিরণ্ময় গঙ্গোপাধ্যায়
সমকালীন রাজনীতি সমকালের শিল্প-সাহিত্যের চরিত্র নির্ধারণ করে; ভাষা পর্যন্ত রাজনীতিই ঠিক করে দেয়। ---হয় প্রতিবাদ না হয় স্থিতাবস্থা, এই দুয়ের মাঝখানে থাকে একটি স্যুডো প্রতিবাদী স্যুডো স্থিতাবস্থাকামী রচনার ধারা। এটা গল্প কাঠামোর ক্ষেত্রেও যেমন সত্যি, ভাষার ক্ষেত্রেও ততোধিক সত্যি। ততোতোধিক সত্যি গল্পের প্লট নির্বাচনের ক্ষেত্রটি। দেশ অর্থনৈতিক সঙ্কট নিরসনের চেয়ে জনগণকে ধার্মিক করে তোলার ক্ষেত্রে বেশি মনোযোগী; অনীতিকে নৈতিক করে তোলায় মত্তমরীয়া। রাজনীতিবিহীন একটি জনসমাজ গড়ে তোলার লক্ষ্যে অবিচল রাষ্ট্র। রাজনৈতিক অসুস্থতায় পৃথিবী নিজেই অসুস্থ, হাঁসফাঁস করছে। বিশ্ব ছোটগল্পের সংজ্ঞাটাই এখন বদলে গেছে স্বভাবতই। সর্বাধিক পরিমাণে বেঁচে থাকার সমাজে, গণিতের দ্বারা শাসিত সমাজে, আরো আরো আরো বাঁচতে চাওয়ার সমাজে, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো আরো আরো প্রাণ-আকাঙ্ক্ষী সমাজে, আত্মহত্যা পর্যন্ত কেউ করতে পারে না, বড়ো জোর আত্মঘাতী হতে পারে।
আত্মহত্যা এক-একটি সংঘঠিত প্রতিবাদ। আত্মঘাত কিন্তু আত্মসমর্পণ। 'মেটাবলিক রিফ্ট' গল্পগ্রন্থের গল্পগুলি আত্মহত্যার গল্প; অতএব প্রতিবাদের গল্প, অতএব প্রতিরোধের গল্প।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি