নগর বৃত্তান্ত
রাঘব বন্দ্যোপাধ্যায়
ক্ষয়ের এই স্তূপের উপর অবস্থান, ঋতু যায়, ঋতু আসে; আসে যায়। গলিটির ঘেয়ো দেওয়ালে মাও সে তুং, ইন্দিরা, রাজীব, পরিবেশ চেতনা, শহর তিনশো বছর পূর্তিপূর্ণের কথা, ছবি এই সকলকে, মোছে, আঁকে, যদিও, না দেওয়া, নাকার মানুষের- নেটওয়ার্ক কিছু বদলায় না।' নগর/শহর পালটে প্রতিদিন যায়, তার সঙ্গে লেপটে স্থায়ী মানুষ ইচ্ছা-অনিচ্ছের পরোয়া না করে। ইতিহাস নথিভুক্ত হয় সৌখিন শোকেসের মতো। এরইউর গল্প, মানুষের গল্প, পানার গল্প, মনে মনে রাঘবের গল্প। শেষই চারটে আখ্যনধর্মী গল্প স্থান এই সংকলনে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি