নির্বাসিতের আত্মকথা
উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
।। লেখক পরিচিতি।।
অগ্নিযুগের বিপ্লবী নায়ক উপেন্দ্রনাথের জন্ম ১৮৭৯ সালের ৬ই জুন। হুগলী জেলার চন্দননগরের অন্তর্গত গোন্দল পাড়ায়। অল্প বয়সে সন্ন্যাস নিয়ে সারা ভারত পরিভ্রমণ করেন। কিন্তু কিছুদিন পরে আবার ফিরে আসেন সংসারে। যৌবনে কিছুদিন চন্দননগরে শিক্ষকতা করেন এবং এই সময় 'যুগান্তরের' সংস্পর্শে আসেন। ১৯০৭ সালে আলিপুর বোমার মামলায় শ্রীঅরবিন্দ, বারীন্দ্রকুমার প্রমুখ বিপ্লবীদের সঙ্গে অভিযুক্ত হন; ১৯০৯ সালে যাবৎজীবন দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত হন। ১২ বছর কারাদণ্ড ভোগের পর উপেন্দ্রনাথ মুক্তিলাভ করেন। অতঃপর তিনি দেশবন্ধুর 'নারায়ণ' পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন এবং বারীন্দ্রকুমারের সঙ্গে 'বিজলী' পত্রিকা বার করেন। এর পর তিনি প্রকাশ করেন বিখ্যাত সাপ্তাহিক 'আত্মশক্তি'। কিন্তু এই সময় তিনি তিন বৎসর কারাদণ্ডে দণ্ডিত হন; আত্মশক্তির প্রকাশও কিছুদিন পরে বন্ধ হয়ে যায়। মুক্তিলাভের পর উপেন্দ্রনাথ ফরওয়ার্ড, লিবার্টি, অমৃতবাজার পত্রিকা, দৈনিক বসুমতী প্রভৃতি সংবাদপত্রের সঙ্গে বিভিন্ন সময় সাংবাদিক হিসাবে যুক্ত ছিলেন। ১৯৪৫ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দৈনিক বসুমতীর সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যু হয় ১৯৫০ সালের ৪ঠা এপ্রিল। তার রচিত অন্যান্য গ্রন্থঃ ঊনপঞ্চাশী, পথের সন্ধান, সিনফিন, ধর্ম ও কর্ম, অনন্তানন্দের পুত্র, স্বাধীন মানুষ, জাতির বিড়ম্বনা, বর্তমান সমস্যা, ভবঘুরের চিঠি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি