পাঠের দেশকাল
স্বপন চক্রবর্তী
বই যেন শাপমুক্তির অপেক্ষায় থাকা পাষাণ, আর গ্রন্থাগার শাহিবাগের প্রসাদের মতোই এক নিঃসাড় পাষাণপুরী। পাঠকের স্পর্শ পেয়ে পাষাণ জেগে ওঠে বটে, কিন্তু... পাঠক কেবল শ্রোতা, সে কোনো দ্বিপাক্ষিক সংলাপের পূর্ণ অংশীদার নয়।
দেশ রামা কৈবর্ত ও হাসিম শেখের; শিক্ষাও তাই। ভাষা এবং শিক্ষার অনিবার্য অন্যোন্যজীবিতার তত্ত্ব কিছুটা শিথিল করলেই শিক্ষার উচ্চ শীর্ষে ভূমিজ মানুষ আরও সহজে আরোহণ করতে পারবে...
বাসন্তীর শিথিল হাত থেকে জলভরা লোটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই... শুকিয়ে যায় না ভারতবর্ষের তাবৎ অন্ত্যজ গোষ্ঠীর সকল ভ্রষ্ট সম্ভাবনার ইতিহাস।
যা-কিছু বাত্ময় তা-ই জ্ঞাতব্য। বাকি যা তা সবই মানুষের জ্ঞান ও ভাষার অতীত।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি