প্রাচীন ভারতের পথ পরিচয়
গৌরাঙ্গগোপাল সেনগুপ্ত
সিন্ধু সভ্যতার যুগ থেকে শুরু করে ইতিহাসের ক্রমানুযায়ী আধুনিক যুগ পর্যন্ত ধারাবাহিকরূপে আলোচিত হয়েছে "প্রাচীন ভারতের পথ-পরিচয়" গ্রন্থটিতে। এছাড়াও বৈদিক যুগের ও রামায়ণ-মহাভারতের ঘটনা কাল এবং পাণিনির সমকালীন পথেরও পরিচয় দেওয়া আছে, যা এককথায় একটি প্রধান পাঠ্য।