সাত আসমান
শামিম আহমেদ
ভারতের স্বাধীনতা লাভের আগে স্বপ্নবিলাসী জর্মান হোসেন হঠাৎ কংগ্রেস ছেড়ে মুসলিম লিগের জোরদার সমর্থক হয়ে ওঠেন। বীরভূমের ভিটেমাটি ছেড়ে মুর্শিদাবাদের সালারে আসেন এই আশায়, পাকিস্তান তৈরি হলে সালার ওই রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে। নক্ষত্রখচিত আকাশ, জিনের বাদশা আর ধর্মীয়-রাজনৈতিক নানা স্বপ্ন-বাস্তবতা পার হয়ে তিনি ১৯৪৬ সালের দাঙ্গার মুখোমুখি হন। বাংলার তখতে তখন হোসেন শহিদ সুহরাবর্দি। দাঙ্গার ঠিক এক বছর পর পাকিস্তান ও ভারত স্বাধীনতা পায়। মুর্শিদাবাদ প্রাথমিক ভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। নানা টানাপোড়েনে তিন দিন অতিক্রান্ত হওয়ার পর জর্মান মিঞার স্বপ্নভঙ্গ হয়। মুর্শিদাবাদ পুনরায় ভারতে ফিরে আসে। জর্মান হোসেন ঠিক করেন তিনি নিজের গ্রাম বীরভূমে ফিরে যাবেন, সেই মোতাবেক তিনি যাত্রা শুরু করেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি