ভিক্টোরিয়া-গীতিমালা
শ্রীশৌরীন্দ্রমোহন ঠাকুর বিরচিত
(ভিক্টোরিয়া তোষণ-পর্ব)
সম্পাদনা : অরুন্ধতী দাশ
প্রচ্ছদ : মৃণাল শীল
প্রচ্ছদ-সংস্থাপন : চিন্ময় মুখোপাধ্যায়
বাঙালি ভদ্রলোক সম্প্রদায় আদতে কোনোদিনই ইংরেজবিরোধী ছিলেন না। বিশেষ করে ভিক্টোরিয়া যখন নিজেকে ‘ভারতসম্রাজ্ঞী’ বলে ঘোষণা করলেন, তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে সরাসরি রানির শাসন জারি হওয়ার বিষয়টাকে বাবুরা বেশ জাতে-ওঠা বলেই মনে করেছিলেন। তার ওপরে নানা খেতাব আর খেলাত পাওয়ার লুকোনো বাসনা তো ছিলই। এই তোষামুদে জনরুচির ছাপ সাহিত্যেও পড়ল যথেষ্ট। রানির গুণগান করে একের পর এক বই লেখা হল, অধিকাংশ এইসব রাজা-জমিদারদেরই পৃষ্ঠপোষিত সাহিত্য। পাথুরিয়াঘাটার শৌরীন্দ্রমোহন ঠাকুরের এই ‘ভিক্টোরিয়া-গীতিমালা’ বইটিও উনিশ শতকের সেই তৈলাক্ত সাহিত্যের বিশেষ প্রতিভূ, যেখানে ইংল্যান্ডের রাজপরিবারের ইতিহাসকে গানের আখরে বেঁধেছিলেন তিনি। পরবর্তীতে এর দৌলতেই ‘স্যার’ হলেন রাজা শৌরীন্দ্রমোহন। নিছক গানের বই হিসেবে নয়, ভিক্টোরিয়া-তোষণের দলিল এবং উনিশ শতকের সাহিত্যের একটি বিশেষ প্রবণতার নিরিখে বইটি পুনর্প্রকাশের আয়োজন, বিস্তারিত ভূমিকা, টীকা এবং প্রয়োজনীয় সংযোজনী-সহ।
ঔপনিবেশিক ভারত তথা কলকাতা চর্চার ধারায় এই বই একটি বিশেষ সংযোজন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি