৫মিশালী
যোগিতা দাস
------------
স্মৃতিচারণ
কাশিধামে বটুক ভৈরব কে বলেছিলাম তোমার কথা,
মনে পড়ে কি তোমার, গঙ্গাপাড় এর স্মৃতি?
সেই দিবারাত্রি দেওয়ানেওয়ার গাথা। গঙ্গারতি, গঙ্গাজলে গঙ্গাপূজার রীতি?
নাকি ঘটেছে বিস্মৃতি?
বিশ্বনাথের শৃঙ্গার, ভস্ম আরতি, রজরাজেশ্বর এর সাজ,
মণিকর্ণিকার জ্বলন্ত চিতাশয্যার ভেক,
তোমার চোখ এ ভস্ম হওয়া লাজ,
ব্যাপ্ত তোমাতে "শিবোহম", হোক আবার ও রুদ্রাভিষেক।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি