আলোক সরকার স্মারকগ্রন্থ
মুহম্মদ মতিউল্লাহ্ সম্পাদিত
প্রচ্ছদ শুভাপ্রসন্ন
আলোক সরকার (১৯৩১-২০১৬), তিনি না চাইলেও, এখন একটি নিভৃত প্রতিষ্ঠান। বাংলা কবিতার একটি পৃথক স্কুলিং। যা কিছু কবিতা নয় তাকে কবিতা থেকে বাদ দিতে হবে- কবিতার দায়বদ্ধতা শুধু কবিতার কাছে, আর কোথাও নয়- এই ছিল আলোক সরকারের বিশ্বাস। তাঁর উচ্চারণের সমগ্রতা জুড়ে গভীর আত্মপ্রত্যয়- সেই যে প্রায় ১৭-১৮ বছর বয়সেই তিনি লিখেছিলেন- 'তা আমি নেব-বা কেন যা আমার নয়'। আত্মপ্রকাশের প্রথম কালে তরুণ বয়সে আলোক সরকারের কবিতা অধিকাংশই প্রকাশিত হয়েছে একটি বাণিজ্যিক সাপ্তাহিকে। কিন্তু পরবর্তীকালে আদর্শগত কারণে নিজেকে সেখান থেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এবং তারপর থেকে অবাণিজ্যিক লিটল ম্যাগাজিনই ছিল তাঁর আত্মপ্রকাশের প্রধান মাধ্যম। অসংখ্য অবাণিজ্যিক ছোট প্রকাশনা থেকেই প্রকাশিত হয়েছে একটির পর একটি তাঁর কবিতাগ্রন্থ, খণ্ডে খণ্ডে প্রকাশিত হয়েছে কাব্যসমগ্র এবং গদ্যসমগ্র। বাংলা ভাষার তরুণ কবিদের বড় অংশ তার পাঠক। শুধু কবিতা নয়, তাঁর কাব্যনাটক, উপন্যাস, ছোটদের জন্য লেখার সংখ্যাও কম নয়। এবং অবশ্যই সেগুলি আলোক সরকারের রচনারীতির একটি বিশেষ চারিত্র্য। এই স্মারকগ্রন্থে ইতিহাস ও সাম্প্রতিকের আলোক সরকারকে ধরার চেষ্টা করা হয়েছে। সম্পাদনা করেছেন পঞ্চাশের কবিতা বিশেষজ্ঞ ড. মুহম্মদ মতিউল্লাহ, আলোক সরকার নিয়ে গবেষণাকর্মে যার অধিকাংশ সময় কেটেছে। 'শতভিষা'-'কৃত্তিবাসে'র পাতা থেকে সাম্প্রতিক সময়ের নানা ছিন্নপুঁথির সমাহার, এই সংকলন সমগ্র আলোক সরকারকে নিবিড়ভাবে ছুঁয়ে আছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.