অমলিন শোলোক : নির্বাচিত সংস্কৃত লিরিক
সংকলন ও তর্জমা : আব্দুল কাফি
ভূমিকা :
বিস্ময়, ভালোবাসা আর আক্ষেপ- একত্রে এই তিনের অভিঘাত নিয়ে হয়ে উঠল এই বই।
সংস্কৃত ক্ষুদ্র কবিতা বা শ্লোক স্বাভাবিক ভাবেই আমাদের বিস্মিত করে। দেড়হাজার বছর আগে লেখা দুচার পঙ্ক্তির শাসন-ঘেরা চেহারায় চমৎকার ফুটে উঠেছিল মানব হৃদয়। ইউরোপীয়, বিশেষত ইংরেজি ভাষার কবিদের সঙ্গে হঠাৎ-সংযোগের ধাক্কায় উনিশ শতকেই আমরা পেয়েছি বাংলা লিরিক ধাঁচের কবিতা-এইরকম একটি সংস্কার আমাদের দীর্ঘকালের। কিন্তু এদেশেই- ইউরোপীয়রা আসবার বহু আগে, আধুনিক পুঁজি ও পুঁজিওয়ালাদের উপনিবেশ আরম্ভের যথেষ্ট পূর্বে আমাদের নিজের ধাঁচেই ব্যক্তি হৃদয়ের একান্ত নিবিড় প্রকাশ ঘটে উঠছিল। ইউরোপীয় সংস্কারের সঙ্গে মানানসই হচ্ছে না বলে এগুলিকে লিরিক বলতে চাই না আমরা সচরাচর। বিহারীলাল কিংবা অক্ষয় বড়ালের রচনাকে যদি গীতিকবিতা বলে চিহ্নিত করতে পারি, ব্যক্তি-মন এবং অন্তর্লীন গীতিময়তা যদি লিরিকের আবশ্যিক লক্ষণ বলে মানি, তাহলে এই রচনাগুলিকেও লিরিক বলতে আমার আপত্তি.......
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি