"আমি বাংলায় গান গাই” : প্রতুল মুখোপাধ্যায়

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সঞ্জয় মুখোপাধ্যায়
প্রকাশক বোধিসত্ত্ব

মূল্য
₹200.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

"আমি বাংলায় গান গাই” : প্রতুল মুখোপাধ্যায় 

আলাপে-আড্ডায় সঞ্জয় মুখোপাধ্যায় 

পাঁচ ভাই আর তিন বোনের মধ্যে প্রতুল মুখোপাধ্যায় ছিলেন তৃতীয় সন্তান। বাবা প্রভাতচন্দ্র ও মা বীণা দেবী। দেশ ভাগের সময় ওপার বাংলার বরিশাল থেকে চলে আসেন পশ্চিমবঙ্গে, বসতি গড়ে তোলেন চুঁচড়ায় মতিঝিলে। প্রথমে টালি টিনের ঘর থেকে পরে দোতলা, এই বাড়িতেই শিক্ষক প্রভাতবাবুর সন্তানরা বড় হয়েছেন। প্রতুল মুখোপাধ্যায় ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। বিজ্ঞানে স্নাতক, পরে এম এস সি ও পি এইচ ডি করে কিছুদিন শিক্ষকতা করেন স্কুলে, তারপর সরকারি চাকুরি গেজেটেড অফিসার হিসেবে। প্রখ্যাত শিক্ষাবিদ মনীষী ভূদেব মুখোপাধ্যায়ের নাতনি সর্বানি মুখোপাধ্যায়ের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। নিঃসন্তান প্রতুলবাবু সঙ্গীতকে ভালোবেসে কাটিয়ে গেলেন সারা জীবন। একই সঙ্গে চর্চা করেছেন ছোট বয়েসে নাটক, খেলাধুলো। সবেতেই ছিল তাঁর প্রবল আগ্রহ। কোনোদিনই সরাসরি রাজনীতি করেন নি কিন্তু রাজনীতির আবহাওয়ায় তিনি বড় হয়েছেন। বিকল্প রাজনীতির ডাকে তিনি গীতিকার হয়ে ওঠেন। বাংলা সংগীত জগতে সুরকার গীতিকার গায়ক প্রতুল মুখোপাধ্যায় নিজেই এক বিশেষ ঘরানা। অনবদ্য দিলখোলা অমায়িক ভালোবাসার মানুষ ছিলেন তিনি। চিরকাল শোষণহীন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন ছড়িয়ে দিয়েছেন লেখায় কথায় গানে। তাঁর অনন্য সৃষ্টি আমি বাংলায় গান গাই, ডিঙ্গা ভাসাও, আলু বেচো পটল বেচো, একের পর অসাধারণ কথায় ও সুরে বাংলা সঙ্গীত জগতে তিনি নিজেই এক অনন্য অধ্যায়। 

বইটি সম্পর্কে : 

প্রতুল মুখোপাধ্যায় নিজেই যেন একটি গান। সঙ্গীতের মূর্ছনা তাঁর স্বভাব উচ্ছ্বলতায়। এমন এক মানুষের ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্য। বয়েসে তিনি আমার মায়ের বয়েসী, তবু তাঁর প্রশ্রয়ে আমি তাঁর খুব কাছের স্নেহভাজন হয়ে উঠেছিলাম। সেই সূত্রে কত কথা, কত আলাপ কত নির্ভেজাল আড্ডা চলেছে দিনের পর দিন। খুব ইচ্ছে ছিল তিনি একটি আত্মজীবনী লিখবেন, আমি প্রকাশ করব। কিন্তু কিছুতেই রাজি করাতে পারি নি। শেষে রাজি হলেন আমাদের আড্ডার নানা কথা সাজিয়ে এই বই প্রকাশে। তাঁর অনুমতি নিয়েই কথোপকথন রেকর্ড করা হত, তারপর সেখান থেকে ট্রান্সক্রিপ্ট... ধীরে ধীরে তৈরি হল শেষ চার বছরের আলাপে এই বইখানি।

হাসপাতালে শুয়েও প্রতুল মুখোপাধ্যায় গাইছেন শঙ্খ ঘোষের "বাবরের প্রার্থনা"! তাঁর প্রার্থনা,' ধ্বংস করে দাও আমাকে যদি চাও / আমার সন্ততি স্বপ্নে থাক এবং নিয়তির অমোঘ নিয়মে সেটাই হয়ে যায় শেষ ইচ্ছে। এ কথা জানবার পর তখন কানে বাজতে থাকে তাঁর অননুকরণীয় কন্ঠ ডিঙ্গা ভাসাও সাগরে...' প্রাণে জাগে প্রত্যয় তাঁর গানের সুরে কথায়:' যদি একবার হারো, / বারবার হারো, বারবার লড়ো/যতদিন না বিজয়ী হও....

লেখক পরিচিতি : 

সঞ্জয় মুখোপাধ্যায় লেখক, সাংবাদিক, কবি বর্তমান, আজকাল, এই সময়, দৈনিক পত্রিকায় অর্থনীতি রাজনীতির বিশ্লেষক, সম্পাদকীয় নিবন্ধ লেখক। আনন্দবাজার পত্রিকা সহ প্রথম সারির বহু নামি পত্রিকার লেখক। কলকাতার বিভিন্ন দৈনিক পত্রিকায় সাংবাদিকতার করছেন সাড়ে তিন দশক।

মহাবঙ্গ শিক্ষারত্ন ও সাংবাদিক সম্মানে ভূষিত সম্পাদকঃ বোধ পঁয়ত্রিশটি গ্রন্থের লেখক, পনেরটি গ্রন্থের সম্পাদক।


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি