যীশুর শেষ প্রহর
গৌতম সেনগুপ্ত
মেরী ম্যাগডালেনের প্রসঙ্গ উল্লেখ করে স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে বলেছিলেন, 'আমি যদি সেইসময় উপস্থিত থাকতাম, চোখের জলে নয়, আমার হৃদয়ের রক্ত দিয়ে তাঁর পা ধুইয়ে দিতাম।' যাঁর সম্পর্কে তিনি সেকথা বলেছিলেন, তিনি ছিলেন একাধারে মানবপুত্র, ঈশ্বরপুত্র এবং স্বয়ং ঈশ্বর। বিশ্বের সমস্ত মানবজাতির মুক্তির জন্য তিনি ধরায় অবতীর্ণ হয়েছিলেন। তাদের মধ্যে কিছু মানুষ তাঁকে অকল্পনীয় যন্ত্রণা দিয়ে তাঁর প্রাণ হরণ করেছিল। তাঁর পুণ্য মর্তলীলা সংবরণের মূলত শেষ দুদিনের ঘটনাবলি বর্ণিত হয়েছে এই বর্তমান গ্রন্থে।
গৌতম সেনগুপ্তের লেখা এটি সপ্তম গ্রন্থ। এর আগে তাঁর ছটি বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে চারটি বাংলায় এবং দুটি ইংরাজীতে লেখা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজী ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর উপাধি লাভ করে তিনি 'পশ্চিমবঙ্গ প্রশাসনিক সেবা'র সদস্য হিসাবে দীর্ঘকাল কাজ করার পর ২০১৩ সালে বিশেষ সচিব পদ থেকে অবসর নেন। তাঁর ইতিমধ্যে প্রকাশিত গ্রন্থগুলি হল, 'ঈশ্বর ও কুয়াসা' (মেইনস্ট্রীম পাবলিকেশান, কলকাতা), 'অভিশপ্ত গন্ধর্বের গান' (বোধিসত্ত্ব), 'প্রণমি তোমারে' (বোধিসত্ত্ব), 'বিতর্কিত ঈশ্বর' (বোধিসত্ত্ব), 'More Things In Heaven and Earth' (বাতায়ন), 'Stories From Bengal' (Astitva Prakashan, Bilaspur) |
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.