অরণ্য সমগ্র
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঙ্গপাদনা : চণ্ডিকাপ্রসাদ ঘোষাল
আপামর পাঠককে অরণ্য-রসে মজিয়েছেন বিভূতিভূষণ। সেই সুবাদে বাংলা সাহিত্যে যোগ করেছেন এক অনন্য মাত্রা। তাঁর অরণ্যসাহিত্যকে স্বতন্ত্র ভাবে নজরবন্দি করার প্রয়াস আগে যে একেবারে হয়নি, এমন নয়। কিন্তু উল্লেখযোগ্য ভাবে হয়নি, এ কথা নিঃসন্দেহে বলা যায়। যে সামগ্রিকতাকে অবলম্বন করে এই 'অরণ্যসমগ্র' নির্মাণ, সেখানে 'চাঁদের পাহাড়'-এর হদিশ অবশ্য মিলবে না। দুই মলাটের মধ্যে সযত্নে সংকলিত শুধু তাঁর নিবিড় অভিজ্ঞতার অরণ্য-প্রদেশ। এখানে সন্নিবিষ্ট স্মৃতিকথা, ভ্রমণকাহিনি, উপন্যাস, ছোটগল্প, নিবন্ধ, দিনলিপি আর চিঠিপত্রের আশ্রয়ে অরণ্যচারী বিভূতিভূষণের একান্ত অনুভূতির অনুরণন। রয়েছে বিভূতিভূষণের অন্তত দুটি লেখা যেগুলি ইতিপূর্বে অধিকাংশ পাঠকের নজরের বাইরে ছিল। দীর্ঘ ভূমিকা এবং পরিশিষ্টে তিনটি মহার্ঘ রচনা এই সংকলনে বিশিষ্টতা আরোপ করেছে, সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে প্রাসঙ্গিক টীকাভাষ্য এবং কালানুক্রমিক জঙ্গল-পঞ্জি। মূল্য-সংযোজনের এই প্রয়াস পাঠকের প্রাপ্তিকে সমৃদ্ধ করবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি