আর্য্যজাতির যুদ্ধাস্ত্র
ডাক্তার রামদাস সেন
গ্রন্থ পরিচিতি :
‘তাঁহারা (আর্য্যরা) সৰ্ব্বদা যাগ যজ্ঞ জপ হোমাদি পারলৌকিক কার্য্য করিতেন বটে, কিন্তু সংগ্ৰাম উপস্থিত হইলেই অমনি লৌহময় কবচে আবৃত-সৰ্ব্বাঙ্গ হইয়া অস্ত্রশস্ত্রাদি গ্রহণ পূৰ্ব্বক শত্রু জয়ার্থ বহির্গত হইতেন। সৈন্য, সেনাপতি, ইষু, ধনু, অস্ত্র, শস্ত্ৰ, রথ, সারথি, ইত্যাদি বহু সাংগ্রামিক শব্দ ঋগ্বেদ মধ্যে দৃষ্ট হয়। সুতরাং তৎকালেও যুদ্ধবিদ্যার উৎকর্ষ ছিল ইহা সহজেই অনুমিত হইতে পারে’। —রামদাস সেন