অটিজ়ম : ভাবনায় নয়, ভরসায় বাঁচার পাঠ
সোমা মুখোপাধ্যায়
কয়েক বছর আগেও অটিজ়ম শব্দটা এত বেশি সামনে আসত না। এখন আসছে। কিন্তু তার অর্থ এই নয় যে অটিজ়ম সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ছে। কোনও শিশুর অটিজ়ম স্পেকট্রাম ডিসঅর্ডার ধরা পড়লে কিছুটা সত্যি, কিছুটা ভ্রান্ত ধারণা, আর তার চেয়ে অনেক বেশি অহেতুক আতঙ্ক ঘিরে থাকে তার পরিবারকে। অটিজ়ম স্পেকট্রাম ডিসঅর্ডার আসলে কী, কী তার উপসর্গ, কোথায় গেলে
এ সম্পর্কে জানা সম্ভব, অটিজ়ম নির্ণয়ের পরে একটি শিশুকে স্বাভাবিক জীবনযাপনে শামিল করার জন্য কী ধরনের প্রশিক্ষণ দিতে হয়, প্রশ্ন অজস্র। কিন্তু বাবা-মায়েদের কাছে সব সময়ে তার সঠিক উত্তর থাকে না। তাঁরা অন্ধকারে হাতড়াতে থাকেন। আর সেই জায়গাটাতেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এই বই। শুধু পরিবার নয়, এ ক্ষেত্রে সরকার এবং সমাজের কী কর্তব্য, রয়েছে সে আলোচনাও। এই বই, একটার সঙ্গে আরেকটা বিষয় জুড়ে একটা সেতু তৈরির চেষ্টা, যা একটি অটিস্টিক শিশুর পরিবারকে হয়তো কিছুটা দিশা দেখাবে। হয়তো বিশ্বাস করাবে, অটিজ়ম মানে থমকে যাওয়া নয়। যাত্রাপথ নতুন, যাত্রাপথ কঠিন, কিন্তু সে পথ পেরনো অসম্ভব নয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি