বাঙলা ভাষার ভূত-ভবিষ্যৎ ও অন্যান্য প্রবন্ধ
রামকৃষ্ণ ভট্টাচার্য
এখন যাকে বাঙলা ভাষা বলা হয় সেই নামটি এল কবে থেকে? উনিশ শতকে 'বাঙ্গালী ভাষা', 'গৌড়ীয় ভাষা' বা শুধুই 'ভাষা' বলে বাঙলার পরিচয় দেওয়া হতো। ইংরিজিতে লেখার সময়েও নামের রকমফের ছিল অনেক। নামান্তরের পর্ব কি সত্যিই শেষ হয়েছে?
বাঙলা ভাষাকে অনেক লড়াই করে আত্মপ্রতিষ্ঠা করতে হয়েছে। সংস্কৃতপ্রেমী ও ইংরেজপ্রেমীদের একাংশ বাঙলা ভাষাকে তাচ্ছিল্য করেছিলেন অনেকদিন ধরে। তবু বাঙলা ভাষাকে ঘিরেই গড়ে উঠেছে বাঙালির নতুন আত্মপরিচয়। স্বদেশী যুগে লিখিত বাঙলাকে আঘাত হেনেছিল ব্রিটিশ সরকার। তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বাঙলার লেখক ও রাজনীতিবিদ্রা।
সাক্ষরতার হার এখন অনেক বেড়েছে। কিন্তু তার সুফল পাওয়া গেছে কতটুকু? বাঙলা ভাষার মর্যাদা কি সত্যিই স্বীকার করা হয়?
লেখক তবু মনে করেন "বাঙলা ভাষার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু বাঙলাভাষী মানুষের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের ন্যায্য কারণ আছে।”
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি