বাস্তব গোয়েন্দারা
অমৃতা কোনার
আমরা অনেক কুখ্যাত সিরিয়াল কিলার কিংবা শতাব্দীর সেরা মার্ডার কেসগুলো সম্পর্কে জানি। কিন্তু জানি না আড়ালে লুকিয়ে থাকা সেই গোয়েন্দাদের, যাঁরা রাতদিন এক করে ফেলেছিলেন এই শিহরন জাগানো কেসগুলো সলভ করার জন্য। তাঁরা চিরকাল পর্দার আড়ালেই রয়ে যান। তবে তাঁদের কীর্তি চিরকাল নজর কেড়েছে সাহিত্যিকদের। চিরকাল তাঁদের দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখকরা সৃষ্টি করে গেছেন একের পর এক ফিকশনাল ডিটেকটিভ ক্যারেকটার। গল্পের চরিত্রদের চেহারার পিছনে ছায়া হয়ে আছেন এই বাস্তবের মানুষগুলো।
এই বইতে যে ক’জন গোয়েন্দার গল্প আছে, তাঁরা প্রত্যেকেই বাস্তব চরিত্র! তাঁদের জীবনের প্রতিটা রোমাঞ্চকর ঘটনা অসম্ভব মনে হলেও সত্য। তাঁদের প্রত্যেকের মধ্যে একটাই মিল, তাঁরা সত্যের সন্ধানে ছুটেছিলেন আজীবন। অথচ তাঁদের প্রত্যেককে আলাদা করে চিনিয়ে দেয় তাঁদের পৃথক তদন্তের ধরন। এঁদের মধ্যে বেশিরভাগই আজ বেঁচে নেই তা যেমন ঠিক, তেমনই এঁদের মধ্যে কেউ কেউ আজও বেঁচে আছেন।
কে জানে তাঁরা এই মুহূর্তেও কোনো কেস সলভ করার জন্য ছদ্মবেশ ধরে পাড়ি দিয়েছেন হয়তো কোথাও। অথবা চির অবসর নিয়েছেন এই গোয়েন্দা জীবন থেকে। এই সবকিছু নিয়েই অমৃতা কোনারের 'বাস্তব গোয়েন্দারা'।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.