বটুবাবুর বারোকাহন
সঞ্জীবকুমার দে
বটুবাবু মজার মানুষ নন। তাঁকে ঘিরে যে-সমস্ত ঘটনাগুলো ঘটে যায় সেগুলোই মজার! আসলে তিনি নিতান্তই সরল, সাদাসিধে, অত্যন্ত ছাপোষা, মধ্যবিত্ত পরিবারের এক সংসারী মানুষ। অত্যন্ত দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ এই মানুষটি সমাজ-জীবনের নানা পদে পদে সকলের কাছে নানাভাবে শুধু ঠকেই যান। আর তা নিয়ে সংসারে তাঁর বিড়ম্বনার শেষ নেই। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, নিত্য কথা কাটাকাটি। চেনা-পরিচিত মহলে তিনি সকলের কাছে এক হাস্যাস্পদ ব্যক্তি হিসাবে প্রতিপন্ন।
তবে বটুবাবুর নানা সমস্যায় পুত্র, পুত্রবধূরা, এমনকি নাতি-নাতনিরাও নিজেদের সামিল করে নেন একাত্মভাবে। সেখানে বটুবাবু সর্বদা বিজয়ী।
বটুবাবুকে নিয়ে তাঁর দৈনন্দিন জীবনে সৃষ্ট নানান ব্যতিক্রমী মজার ঘটনা এখানে বিবৃত হলেও, বলা যায় এই গল্পগুলো সমস্ত অবাঞ্ছিত ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে মোকাবিলা করা এক লড়াকু মানুষের গল্প। ঠকতে ঠকতে হার না মানা সকলের হৃদয়জয়ী এক ভালোমানুষের গল্প।