নাগাল্যান্ডের কথা ও কাহিনি
রাখি পুরকায়স্থ
অনিন্দ্যসুন্দর সূর্যোদয় ও সূর্যাস্ত। কুয়াশায় ঢাকা তরঙ্গায়িত ধূসর-নীল পাহাড়। বিস্তীর্ণ উপত্যকার বুক চিরে এঁকে-বেঁকে বয়ে চলা খরস্রোতা নদী। আদিগন্ত বিস্তৃত সবুজ-সতেজ শ্যামলিমা। প্রাণচঞ্চল ঝরনার স্ফটিকস্বচ্ছ জলরাশি। পাহাড়ময় সবুজ সোপানে সোনালি ফসলের ঝিলিক - উত্তর-পূর্ব ভারতের প্রত্যন্ত কোণে পার্বত্য রাজ্য নাগাল্যান্ড নিঃসন্দেহে অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্যের রত্নখনি। তবে এই পাহাড়ি প্রকৃতির মোহময় রূপের আড়ালে লুকিয়ে রয়েছে আশ্চর্যসব কথা ও কাহিনি। মাটিতে মিশে আছে নাগা জনজাতিগুলির বীরত্ব ও পরাক্রমের ইতিহাস। তাঁদের উৎপত্তি ও অভিবাসনের পৌরাণিক ও ঐতিহাসিক আখ্যান। নাগা জাতিনামের জন্মকথা। এককালে নরমুণ্ড শিকারি বলে পরিচিত নাগা জনজাতিগুলির প্রাচীন সমাজ, সংস্কৃতি, ধর্মবিশ্বাস, উৎসব, শিল্পকলার কথা। জীবনদর্শন, আত্ম-অনুভব, প্রকৃতি-পাঠ ও আধ্যাত্মিকতার নিগূঢ় তত্ত্বের সমন্বয়ে উদ্ভূত বিপুল লোকসাহিত্য। ঊনবিংশ শতকে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে অদম্য নাগা যোদ্ধাদের রক্তক্ষয়ী সংগ্রামের ইতিবৃত্ত। অন্যদিকে খ্রিস্টধর্মের প্রভাবে সাংস্কৃতিক নবজাগরণ। দুটি বিশ্বযুদ্ধ পরবর্তীকালে আধুনিক রাজনীতি সচেতন নাগা সমাজের উদ্ভব। ফলশ্রুতিতে নাগাল্যান্ড রাজ্যের আবির্ভাব।
এই সবকিছু নিয়েই ‘নাগাল্যান্ডের কথা ও কাহিনি’।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি