ভানু চরিতম
গোপাল চন্দ্র দাস
প্রেমিক ভানু
- ভানুমতি, ও ভানুমতি, উঠ দেহ আমি আইছি।
- তুমি কেডা? আমারে ডাহ কেন, একটু শান্তিতে ঘুমাইবারও দিবা না?
-আরে উঠ উঠ আমি ভানু।
-কোন ভানু, আমি কোন ভানুরে চিনি না।
-আরে চোখ মেইলা একবার চাইয়া দেহ, মনে অয় চিনতে পারবা।
- তুমি হঠাৎ কই থেইকা উদয় অইলা। সবাই যে কইতাছে তুমি মইরা গেছ। কাইল টি ভি তে খবরেও দেহাইল কমেডিয়ান ভানু মইরা গেছে।
-হ ঠিকই হুনছ আমি অহন আত্মা অইয়া গেছি।
-ও মা গো, আমার কি অইবো গো, শেষে ভুতে আমার ঘাড় মটকাইবো। হায় হায় আমি অহন যাই কই?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.