ভ্রমণ পাখি শারদীয়া ১৪৩২
ভ্রমণ ও সাহিত্য পত্রিকা
সম্পাদকীয়....
শারদ উৎসব বাঙালির ঘরে ঘরে
'ভ্রমণ পাখি' প্রকাশের পর থেকে অনেক শুভার্থী আমাদের পাশে থেকেছেন। তাঁদের অনেকের আন্তরিক প্রস্তাব ছিল বাংলা ভাষার পত্রপত্রিকার ধারা মেনে ভ্রমণ পাখির বিশেষ শারদ সংখ্যা প্রকাশ পাক। শারদ উৎসবকে পূর্ণ মর্যাদা ও শ্রদ্ধায় স্বাগত জানিয়ে 'ভ্রমণ পাখি'র শারদ সংখ্যা প্রকাশ পাচ্ছে।
শারদ-উৎসব ঘিরে বাঙালির যে চিরন্তন আবেগ-অনুরাগ জড়ানো তার মূল্য কম নয়। এই উৎসবের সঙ্গে মিশে আছে বাংলার শিল্প-সংস্কৃতি এবং সাহিত্য। সেইসঙ্গে রয়েছে ভ্রমণ। পুজোর ক'দিন বাংলা ও বাঙালিদের অন্যভাবে কাটবে। আমাদের হৃদয় ছুঁয়ে যায় এই স্বতঃস্ফূর্ত আবেগ।
'ভ্রমণ পাখি' থাকতে চেয়েছে পাঠকদের পাশে। পত্রিকার পাতা সাজিয়ে দেওয়া হয়েছে নানারকম লেখা আর ছবিতে। শারদ সংখ্যাতে ভ্রমণ বিষয়ক লেখা ছাড়াও আমরা বিভিন্ন ধরনের লেখার মালা গেঁথেছি। বিশেষ করে সুখ্যাতির শীর্ষে থাকা কবি-সাহিত্যিকদের কলমে উপন্যাস, গল্প, অনুগল্প, বিশেষ রচনা, সিনেমা-সিনেমা, রান্নাঘর ও কবিতায় সমৃদ্ধ এই শারদ সংখ্যা।
সব লেখা ভ্রমণকেন্দ্রিক নয়। বেড়ানো সবসময়েই স্বল্প মেয়াদের। কিন্তু তা4/8 রেশ থেকে যায় দীর্ঘ সময় ধরে। ভ্রমণ নিয়ে লেখা হয়েছে অনেক, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। তবে আমাদের ধারণা প্রতিটি লেখাই পাঠককে কিছু-না-কিছু তথ্য জানাবে। পাঠের আনন্দও তার মধ্যে পাওয়া যাবে। আমাদের সীমিত সামর্থ্যে 'ভ্রমণ পাখি'র শারদ সংখ্যা তৈরি হয়েছে। আশা করি, এই সংখ্যা পাঠকদের কাছে সমাদর পাবে।
প্রতিবারের মতো এবারেও পর্যটনসংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভ্রমণ পাখিতে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাই। তবে বিজ্ঞাপনের তথ্যে ও যে কোন প্রতিশ্রুতির দায়ভার বিজ্ঞাপনদাতার। ভ্রমণ পাখি বা এশিয়ান পাবলিকেশনের কোনো রকম দায়-দায়িত্ব নেই। ধন্যবাদ জানাই সমাজ মাধ্যমকেও।
উৎসব দিনে সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। মঙ্গল হোক প্রত্যেকের। খুব খুশি আর আনন্দে কাটুক উৎসবের দিনগুলো। ভালো থাকুন সকলে। জীবন পূর্ণ হয়ে উঠুক রূপ-বর্ণে-ছন্দে।
-----মৃত্যুঞ্জয় দিণ্ডা, সম্পাদক
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি