বুদ্ধ ও তাঁর বাণী
স্বামী বিবেকানন্দ
বুদ্ধদেব ছিলেন স্বামী বিবেকানন্দের আরাধ্য পুরুষ। গভীরভাবে স্বামীজি বুদ্ধের প্রতিটি কথা অনুধাবন করেছেন, তার মর্মার্থ উপলব্ধি করে জীবন ও সত্যের সাধনায় বুদ্ধের অমোঘ অস্তিত্ব মেনে নিয়েছেন। কেন স্বামীজি বুদ্ধকে হিন্দু ধর্মেরই প্রলম্বিত প্রতিফলন বলে ভাবতেন সে কথা তিনি নিজেই ব্যক্ত করেছেন বেশ কিছু ভাষণে। আমেরিকায় প্রদত্ত সেইসব ভাষণ ও তাঁর বাণী যেগুলি স্বামীজি বিশেষভাবে স্মরণ করতেন সেগুলি আগ্রহী পাঠকের স্বার্থে এই বইতে সংকলিত করা হল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি