বুড়োপালের ইতিকথা
চিন্ময় বসু
শহর, নগর, জনগদ পার হয়ে, জেলার প্রত্যন্ত অঞ্চলের এক কোণে বন জঙ্গলের মধ্যে ছিল গ্রামটি, নাম তার বুড়াপাল। মাত্র এক মাসের পরিচয়। কাজের খাতিরে যাওয়া, মাস ফুরোতে কাজও ফুরিয়েছিল। তারপর অনেকগুলি মাস, বছর কেটেছে বিভিন্ন স্থানে। লোকালয়ের কৌলীন্যে তারা অবশ্যই এগিয়ে। রয়েছে ছোটো শহর বড়ো শহর বিভিন্ন রাজ্য এমনকী দেশও। কিন্তু সেই তিরিশটি দিনের পরিসরে কাছে পাওয়া মানুষগুলো দীর্ঘ জীবনের বিভিন্ন মোড়ে অপ্রত্যাশিত ভাবে সামনে এসে দাঁড়িয়েছে। যেখানে তখন তাদের থাকার কথা নয়, আশ্চর্য জনক ভাবে এসেছে যে কেবল তাই নয়, তাদের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়েও গিয়েছি আমরা দুটি অনাত্মীয় আগন্তুক। বুড়াপালে আর কোনোদিন ফিরে না গেলেও, তারা আমাদের ছেড়ে যায়নি। তাই 'নটে গাছটি মুড়লো, আমার কথা ফুরলো'র মতো এ কাহিনিতে এক মাসেই যবনিকা পতন হয়নি। বুড়াপালের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলির সুখ দুঃখ, পাওয়া, হারানোর উপাখ্যানগুলি বারবার জীবনে এসে জুড়েছে। সেই উপাখ্যানদের নিয়েই এই আখ্যান।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি