চশমিশ মানোলিতো
এলবিরা লিন্দো
অনুবাদ : শর্বরী গরাই
মানোলিতো সামনে এলে সবার আগে নজরে পড়ে ওর বড় বড় গোল গোল চশমাখানা। সবাই তাই ওকে ডাকে চশমিশ মানোলিতো বলে। মানোলিতোর বাড়ি স্পেনের গরিব মানুষদের এলাকায়। ওর বাবা ট্রাক চালায় আর মা সংসার সামলায়। বাবা মা ছাড়াও ওর আছে একটা ছোট্ট ভাই, ওর চোখে যে বেজায় বোকা আর আছেন ওর বৃদ্ধ দাদু, যার সঙ্গেই ওর আসল বন্ধুত্ব।
মানোলিতোর স্কুলটা বেশি দূরে নয়। দরিদ্র এলাকার সাধারণ স্কুল যেখানে চাকচিক্য না থাকলেও আছে বন্ধুত্ব আর বন্ধুত্বের সঙ্গে জুড়ে থাকা অনেক অদ্ভুত অদ্ভুত পরিস্থিতি, যা কখনো হাসায়, কখনো ভাবায়।
এই বইটির সঙ্গে আমাদের বাচ্চারা একাত্ম হতে পারবে খুব সহজেই কারণ সারা দুনিয়ার সর্বত্রই বাচ্চাদের জগতটা তো একই ধরনের।
সরাসরি স্প্যানিশ থেকে বইটি অনুবাদ করেছেন শর্বরী গরাই এবং সেটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন সুপম রায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি