ছবি আঁকিয়ে অবন ঠাকুর : ফিরে দেখা
সুশোভন অধিকারী
অবনীন্দ্রনাথ কি শুধুমাত্র অলোকসামান্য শিল্পী? অথবা, ভারতীয় চিত্রকে মেঠোপথ থেকে রাজপথে পৌঁছে দিয়েছেন বলে স্মরণীয়? না-কি চিত্রকলায় অভিনব আঙ্গিকের আবিষ্কারক, শিষ্যদের অন্তরে শিল্পের সার্থক বীজরোপণ করেছিলেন – সেই কারণে তাঁকে মনে রাখবো! অবন ঠাকুরের ‘ভারতমাতা’ আধুনিক ভারতীয় শিল্পে এক মাইলফলক। কিন্তু স্বদেশীযুগের প্রেক্ষাপটে আঁকা এ ছবির দোলাচল কি আমাদের আলোড়িত করে না? অন্যদিকে পিতৃব্য রবীন্দ্রনাথের সঙ্গে সবসময় সহমত হতে পারেননি, তবু তাঁর ভাবনায় অবগাহিত হয়েছেন বারংবার। বাংলার আলপনা ও লোকগাথাকে তিনি সংগ্রহ করেছেন রবীন্দ্রনাথের পরামর্শে, আবার তাঁর ভাবনার স্রোত কি ‘রবিকা’র শিল্পীসত্তাকে আন্দোলিত করেনি? রবীন্দ্রনাটকের মঞ্চসজ্জায় তিনি অন্যতম কারিগর, আবার জীবনের প্রান্তে যাত্রাপালা বা কাটুম কুটুমের ভুবনে ছড়িয়ে রেখেছেন আধুনিক শিল্পের সংজ্ঞা। এমনই একগুচ্ছ ভাবনা আর জিজ্ঞাসা ছড়িয়ে আছে এ বইয়ের পাতায় পাতায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি