দেবলগড়ের গুপ্তকথা : অচেনা লক্ষণরাজ, অজানা ইতিহাস
লেখক - শুভায়ু দে
প্রচ্ছদ - সৌরভ মিত্র
অলঙ্করন - দেবহুতি ভট্টাচার্য্য
শত্রুণাং কালরাত্রৌ সমিতিসমুদিতে বাণবর্ষান্ধকারে
প্রাগভারে খড়্গাধারাং সরিতমিবসমুত্তীর্মগ্নারিবংশাম্
অন্যোন্যাঘাতমত্ত দ্বিরদঘনঘটা দন্তবিদ্যুচ্ছটাভিঃ
পশ্যন্তীয়ং সমন্তাদভিসরতিমুদা সংযুগীনং জয়শ্রী ।।
বজ্রের ঘনঘটায় নিরন্ধ্র অন্ধকার। সেই বর্ষণমুখী অন্ধকারে অবিরাম বারিপাত কীসের ইঙ্গিত দেয়! এতকাল যে কালরাত্রি তাঁকে শয়নে স্বপনে জাগরিত করে রেখেছিল, অদ্য সে সময়কাল উপস্থিত। জাগ্রত হও লক্ষ্মণ সেন। কপালে তব সিংহবাহিনীর জয়টীকা।
তোমার দুই পুত্র এখন সুদক্ষ যোদ্ধা। তাঁদের পেশীবহুল হস্তে সজ্জিত অস্ত্রভার দেখো চাহি। এ তো সেই যৌবনের লক্ষ্মণ সেন। চেদী হতে কামরূপ অথবা কলিঙ্গে বিজয়দর্পে তোমার অশ্ববাহিনীর কালনিনাদ,
রণডঙ্কা উঠেছে বাজি। তোমারই প্রতিরূপ, তোমারই প্রতিভূ তারা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি