দীর্ঘশ্বাসের মত একা
রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়
যে মানুষটা শুয়ে থাকে সিলিংয়ের দিকে তাকিয়ে , ভাবে কখন সুদূর এক ছায়াপথ থেকে উন্নত সভ্যতার ইউ এফ ও এসে তার সঙ্গে নতুন করে পৃথিবীটা সাজানোর কথা আলোচনা করবে, তার কবিতা যে সমসাময়িক কবিদের থেকে আলোকবর্ষ আলাদা হবে বলাই বাহুল্য ।
"দীর্ঘশ্বাসের মত একা" কাব্যগ্রন্থে কবি নিয়ে যান বাস্তব আর পরাবাস্তবের মাঝে এক ধূসর দুনিয়ায় যেখানে কুয়াশার ভেতরে অচেনা পাখি ডাকে, ঝাপসা তারিখে যেখানে মানুষ বড় বিপন্ন, যেখানে কবিতার লাইনের মাঝে পড়ে থাকে শ্লেষ , কালো ঠাট্টা, প্রেম ও প্রেমহীনতা যেখানে জঞ্জালের স্তুপের মতন জড়ো হয় এন্টি ডিপ্রেসেন্ট প্রজাক ।