এমনি করে ঘুরিব দূরে
পরমেশ গোস্বামী
'এমনি করে ঘুরিব দূরে' যতটা ভৌগলিক ভ্রমণের কাহিনী তার চেয়ে বেশি মানব চিত্ত ভ্রমণের কাহিনী। এই কাহিনীতে পশ্চিম ইওরোপ এবং উত্তর আমেরিকার অনেকগুলি প্রদেশে লেখকের যে ভ্রমণ অভিজ্ঞাতা ঘটেছে তাই লিপিবদ্ধ হয়েছে। সেই অভিজ্ঞতার মধ্যে চোখ-ধাঁধানো বড় বড় বিল্ডিং বা স্থাপত্যের কথা তেমন জায়গা পায় নি, সেখানে ঘুরে ফিরে এসেছে সাধারণ মানুষদের সঙ্গে লেখকের দেওয়া-নেওয়ার কথা।
ভ্রমণকালে লেখক যা কিছু দেখেছেন সেই দেখার পিছনে তাঁর নিজের বা অন্যের দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গির প্রভাব কাজ করে নি। যেখানে গেছেন সেখানকারই লোক হয়ে গেছেন তিনি। সেখানকারই লোক হয়ে ওঠাটা কল্পনার যোগে হয় নি, হয়েছে তাঁর প্রবণতায় সুবাদে। যখন তিনি আমেরিকার আদিবাসীর ঘরে বাস করেছেন, কিংবা এ্যামিশদের সঙ্গে বাস করেছেন, তখন তাঁদের জীবনযাত্রাকে বাঙালির বা ভারতীয়ের চোখ দিয়ে দেখেন নি। রোমাঞ্চ-প্রত্যাশী দৃষ্টির মধ্যেও দূরত্ববোধেরও একটা দিক থাকে, তার থেকে মুক্ত থেকেছে লেখকের দেখা। এই লক্ষণ গুণে এই বই বাংলার ভ্রমণসাহিত্যে একেবারেই স্বতন্ত্র এবং নতুন সংযোজন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.