ফসলের রোগ-পোকার ডাক্তারী
গোষ্ঠ ন্যায়বান
স্বভাববিজ্ঞানী কৃষকদের ফসল পরিচর্যার সাতকাহন নখদর্পণে থাকে। তবুও চাষবাসের নানা সমস্যা পিছু ছাড়ে না। সবচেয়ে বেশি জিজ্ঞাস্য থাকে রোগ-পোকা বিষয়ে। কেন না রোগ-পোকার আক্রমণ ও তাদের নিয়ন্ত্রণ পদ্ধতি নিত্য নতুন রূপে আসছে। কাজেই ওয়াকিবহাল থাকতে হয়।
শুধু মাঠের ফসল নয়, আপনার শখের ফুলবাগান, ফলবাগান, টবের গাছগাছালি, বনসাই, লন, ওষুধি গাছের রোগ-পোকা-আগাছা সমস্যার সুলুক সন্ধান হাতের মুঠোয় এনে দেবে এই বইটি। কারো মুখাপেক্ষী না হয়েও কেবলমাত্র বইটিকে সঙ্গী করে আপনি নিজেই হয়ে উঠবেন নিজের গাছের ডাক্তার।
লেখক পরিচিতি :
জন্ম ১৭ই এপ্রিল, ১৯৬৩; দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চাপলা গ্রামে। পিতা অবিনাশ, মাতা সেবা। চাপলা হাই স্কুল থেকে মাধ্যমিক, বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে উচ্চ মাধ্যমিক। নদীয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভের পর সেখানে কৃষি গবেষণায় যুক্ত হন। গবেষণার মাঝপথে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগে ডব্লু.বি.এ.এস. (অ্যাডমি.) হিসেবে যোগ দেন। চাষবাসের মধ্যে বেড়ে ওঠা। পরবর্তীকালে কৃষিবিষয়ক পড়াশোনা ও কর্মসূত্রে সেই চাষবাসই তাঁর সর্বক্ষণের সঙ্গী হয়েছে। কৃষি আধিকারিক হিসেবে দীর্ঘদিন কাজের পাশাপাশি কৃষি ও পরিবেশ বিষয়ক প্রবন্ধ, গবেষণাপত্র ও পুস্তক রচনা করে চলেছেন। 'সহজ কথায় বিজ্ঞানভিত্তিক চাষবাস' বইটির মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ ও প্রতিষ্ঠা পেয়েছেন। পরবর্তীকালে 'ফসলের রোগ পোকার ওষুধ', 'গাছপালার পরিচর্যা', 'বাণিজ্য ও শখের ফুলচাষ', 'ভেষজ উদ্ভিদের বাণিজ্যিক চাষ ও ব্যবহার', 'দ্বিতীয় সবুজ বিপ্লবে উন্নত ধানচাষ প্রযুক্তি', 'ডালশস্য ও তৈলবীজ চাষের হ্যাণ্ডবুক' প্রভৃতি বইগুলি জনপ্রিয় হয়েছে। সহজ সরল বাংলায় লেখা, সাধারণের উপযোগী তাঁর বইগুলি উচ্চ প্রশংসিত।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.