হিন্দুত্বের হিংসার মুখে নারী
বৃন্দা কারাট
প্রকাশক : ব্ল্যাকলেটার্স
ব্ল্যাকলেটার্স প্রকাশ করেছে বৃন্দা কারাটের লেখা হিন্দুত্বের হিংসার মুখে নারী। কী আছে এই বইয়ে?
হিন্দুত্ববাদী বাস্তুতন্ত্রের সাম্প্রদায়িক, বর্ণবাদী এবং মূলগতভাবে অগণতান্ত্রিক চরিত্র কীভাবে নারী নির্যাতনকে বৈধতা দেয়, তার এক বলিষ্ঠ পর্যালোচনা এই বই।
এই বইয়ে ভারতের অগ্রগণ্য একনিষ্ঠ রাজনৈতিক ও মানবাধিকার কর্মীদের একজন খতিয়ে দেখেছেন, হিন্দু দক্ষিণপন্থার প্রায়-নিরঙ্কুশ ক্ষমতায় উত্থানের পরের দশকটিতে কীভাবে নারীর নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা পদে পদে খর্ব হয়েছে। বৃন্দা কারাট লিখছেন, ভারতে নারী নির্যাতনের মামলায় অবিচারের ঘটনা নতুন না হলেও ২০১৪ সাল থেকে হিন্দুত্ববাদী রাজনৈতিক আধিপত্য এই অন্যায়ের প্রকৃতি ও ব্যাপ্তি দুয়েই পরিবর্তন এনেছে। কোনও ঘটনার প্রতিক্রিয়ায় ক্ষমতাধারী নেতাবৃন্দ ও তাদের সরকার, পুলিশ, এমনকী আদালতেরও মনোভাব কেমন হবে, তা ক্রমশ আরও বেশি করে নির্ভর করছে আক্রান্ত এবং আক্রমণকারীর ধর্মীয় পরিচয়ের উপর। তৈরি হচ্ছে নয়া ধর্ষণ সংস্কৃতি, যা আদতে সমস্ত নারীর ক্ষেত্রেই ন্যায়বিচারের প্রক্রিয়াগুলিতে থাবা বসাচ্ছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি