হিরোশিমা মন আমুর - মার্গেরিত দ্যুরাস

(0 পর্যালোচনা)


দাম:
₹250.00

পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:
হিরোশিমা মন আমুর 
চিত্রনাট্য : মার্গেরিত দ্যুরাস 
অনুবাদ : অর্পিতা মুখোপাধ্যায় 

মানবী : .... আমার কথা শোনো।
              তোমার মতো আমিও জানি বিস্মৃতি কী।
মানব : না, তুমি জানো না বিস্মৃতি কী। 
মানবী : তোমার মতো আমারও একটা স্মৃতির সম্পদ আছে, আমি জানি বিস্মৃতি কী ।
মানব : না তোমার কোনও স্মৃতির  সম্পদ নেই ।
মানবী : তোমার মতো আমিও আমার সমস্ত শক্তি দিয়ে বিস্মৃতির বিরুদ্ধে লড়াই করেছিলাম। তোমার মতো আমারও একটা সান্ত্বনাহীন স্মৃতির আকাঙ্ক্ষা ছিল। একটা স্মৃতি অন্ধকারের আর পাথরের।.... 
                      হিরোশিমা মন আমুর
'La  nouvelle vague' বা ফরাসি নবতরঙ্গের অন্যতম প্রবক্তা সুপ্রসিদ্ধ চলচ্চিত্রকার অ্যালাঁ রেনে দীর্ঘ দশ বছর ধরে তৈরি করেছিলেন একটির পর একটি তথ্যচিত্র। নাৎসি কনসেনট্রেশন ক্যাম্প নিয়ে তৈরি তাঁর বিখ্যাত ছবি 'Nuit et brouillard' (রাত্রি ও কুয়াশা)-এর প্রযোজক তাঁকে হিরোশিমা নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন। ছবিটির নামও স্থির হয়ে গিয়েছিল 'Picadon' (ঝলক) । কয়েক মাস পরে তিনি উপলব্ধি করেন মানব ইতিহাসের বর্বরতম কলঙ্কিত অধ্যায় নিয়ে এভাবে কিছু বলা একেবারে অসম্ভব। তিনি ঠিক করলেন এক বিদেশি নারীর দৃষ্টিতে প্রতিবিম্বিত হবে হিরোশিমা এবং সেটি হবে একটি পূর্ণদৈর্ঘ্যের কাহিনিচিত্র। রেনে তাঁর বন্ধু বিখ্যাত সাহিত্যিক মার্গেরিত দ্যুরাসের শরণাপন্ন হলেন। দ্যুরাস কয়েক মাসের মধ্যে লিখে ফেললেন একটি অনবদ্য চিত্রনাট্য- যার মূল বিষয় স্মৃতি ও বিস্মৃতি । লেখিকা এই চিত্রনাট্যে স্বাভাবিকভাবেই 'ন্যারেটিভ'-কে ভেঙেছেন- অনুসৃত হয়েছে stream of consciousness বা চেতনাপ্রবাহ রীতি । একরৈখিক আখ্যানধর্মিতাকে ভেঙে অদ্ভুত দক্ষতায় তিনি অতীত ও বর্তমানকে মিশিয়েছেন। দুটি কালের মধ্যে অনায়াস দক্ষতায় সেতু করে কাহিনির অন্তর্বয়নে তা  অসামান্য নৈপুণ্যে মিলিয়ে দিয়েছেন।
স্মৃতি ও বিস্মৃতির টানাপোড়েনে সম্পূর্ণ বিক্ষত দুই মহাদেশের দুটি  মানব হৃদয় । দ্যুরাসের বেশিরভাগ শিল্পকর্মেরই মূল বিষয় 'সময়' এবং 'স্মৃতি'। দ্যুরাস অধিকাংশ সময়েই দু'টি মানুষের গল্প বলেন- যারা ভালোবাসেন আর এই গভীর গহন ভালোবাসায় মিশে থাকে তাদের অস্তিত্বের সংকট। অপূর্ণতার বেদনা- আর সেই অনতিক্রম্য বেদনা হৃদয়ের প্রত্যন্ত অন্ধকার কোণে, একা একা বয়ে বেড়ানোর  অনিঃশেষ যন্ত্রণার বিভায় জায়মান তাঁর কাহিনির চরিত্র, বিশেষত নারী চরিত্রেরা।
মার্গেরিত দ্যুরাস লিখিত দৃশ্য ও সংলাপকে আশ্রয় করে, রেনে ও দ্যুরাসের যুগলবন্দিতে নির্মিত হয়েছিল রেনের প্রথম যুগান্তকারী কাহিনিচিত্র 'হিরোশিমা মন আমুর' (১৯৫৯) । এই অনবদ্য চিত্রনাট্যটি মূল ফরাসি থেকে যাবতীয় টীকা ভাষ্য  ও সংযোজন সহ বাঙালি পাঠকদের উপহার দিয়েছেন শ্রীমতি অর্পিতা মুখোপাধ্যায়। রয়েছে ছবি থেকে বেছে নেওয়া বেশ কিছু স্থিরচিত্রও। 
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.