ইতিহাসচর্চার ইতিহাস
সম্পাদনা : দেবব্রত ঘোষ
ইতিহাস হল দেশ ও কালের পরিপ্রেক্ষিতে মানবসমাজের সুশৃঙ্খল কাহিনি। এটি একাধারে অংশত সাহিত্য ও অংশত বিজ্ঞান। ইতিহাস নিঃসন্দেহে সমাজবিজ্ঞানের শ্রেষ্ঠ শাখা। বিজ্ঞানের বিপুল অগ্রগতি সত্ত্বেও ইতিহাসচর্চার প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। গ্রিকো-রোমক যুগ থেকে আজ অব্দি আড়াই হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে যত ইতিহাস লেখা হয়েছে সেসবকে ইতিহাস রচনাশৈলীর বিচারে নানা ধারা, প্রবণতা ও যুগে বিভক্ত করা যায়। ঐতিহাসিকের ইতিহাস লিখনপদ্ধতি সময় ও পরিস্থিতির পরিবর্তনের দরুন যুগে যুগে বিভিন্ন রূপ ধারণ করেছে। ভারতবর্ষ এবং পাশ্চাত্যের অতীত, মধ্য ও আধুনিক যুগে ইতিহাসচর্চার কী ধরনের বিবর্তন ঘটেছে তার নানা দিকের এক সংক্ষিপ্ত বিবরণ চোদ্দোটি নিবন্ধে এখানে উপস্থিত করা হয়েছে। ইতিহাসের ঘটনাবলি ও ব্যাখ্যাকে নিয়ে ইদানীং বহু বিতর্ক, বিভিন্ন ঐতিহাসিকের মধ্যে অনতিক্রম্য মতান্তর। ইতিহাসকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহারের প্রবণতাও ক্রমবর্ধমান। এসবই এই পুস্তকের নানা প্রবন্ধের উপজীব্য। তবে এত সংক্ষিপ্ত পরিসরে এই বহুধাবিস্তৃত বিষয়ের সম্যক পরিচিতি তুলে ধরা এককথায় অসম্ভব। তাই এটিকে এক বিনম্র সূত্রপাত হিসেবে বিবেচনা করাই আগ্রহী পাঠকসমাজের পক্ষে সংগত হবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি