জ্যাক দ্য রিপার
কাজল ভট্টাচার্য
৩রা এপ্রিল ১৮৮৮ থেকে ১৩ই ফেব্রুয়ারি ১৮৯১— এই সময়ের মধ্যে হলদে কুয়াশা আর কালো রাতের পটভূমিতে হোয়াইটচ্যাপেল ও স্পিট্যালফিল্ডের অলিগলিগুলো লাল করে দিয়েছিল এক রহস্যময় খুনি। মোট এগারোটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাওয়া এই খুনিকে ইতিহাস জ্যাক দ্য রিপার নামে মনে রেখেছে। কিন্তু তাকে ধরতে পারেনি কেউ!
কেন?
এ কি শুধুই স্কটল্যান্ড ইয়ার্ডের অপদার্থতা? নাকি সেক্সুয়াল সিরিয়াল কিলার সম্বন্ধে কোনো ধারণা ছিল না বলে পুলিশ ব্যাপারটা বুঝতেই পারেনি? নাকি ফরেন্সিকের খুঁটিনাটি নিয়ে অজ্ঞতার ফলে লুপ্ত হয়েছিল তথ্য-প্রমাণ?
নাকি সবটাই মস্ত বড়ো কোনো ষড়যন্ত্রের ফল— যেখানে শক্তিমান এক বা একাধিক ব্যক্তি ও গোষ্ঠী খুনিকে আড়াল করেছিল?
আজ বিশেষজ্ঞরা বলেন, এগারোটি নয়, সাকুল্যে পাঁচটি খুন করেছিল। কিন্তু তাদের বিবরণ পড়তে গিয়ে আমরা চমকে উঠি, বমি পায়, অস্বস্তিভরে পাতা উলটে যাই আমরা। কালো অক্ষরের আড়ালে আজও লুকিয়ে থাকে রিপার। তবে এবার আপনারা তার পরিচয় জানবেন।
সাম্প্রতিক তথ্য ও নিবিড় গবেষণার মধ্য দিয়ে কাজল ভট্টাচার্য এবার আপনাদের নিয়ে যাবেন ১৮৮৮-র লন্ডনে। সাবধানে পা ফেলবেন, রাস্তাগুলোর অবস্থা বিশেষ সুবিধের নয়। হঠাৎ কোনো গলিতে ঢুকে পড়বেন না। আর হ্যাঁ, পেছনে পায়ের শব্দ পেলে সতর্ক হবেন।
মনে রাখবেন, আপনারা যাকে ধরতে চলেছেন, তাকে গত একশো তেত্রিশ বছরে কেউ ধরতে পারেনি!
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.