কবিরাজদাদুর ডায়রি
সৌরভ মুখোপাধ্যায়
প্রচ্ছদ : নচিকেতা মাহাত
সৌরভ মুখোপাধ্যায় ছোটদের জন্য যেই কলম ধরেন, অমনি তা খবর হয়ে ওঠে। চনমনিয়ে ওঠে পাঠকেরা। ছোটরা তো বটেই, বড়রাও রীতিমতো কাড়াকাড়ি করেন সৌরভের কিশোর-সাহিত্য নিয়ে। হবে না-ই বা কেন? তাঁর গল্প যে এক চিরন্তন শৈশব-কৈশোরের সুঘ্রাণ নিয়ে আসে- যা কোনও নতুন-পুরনো জমানার সংকীর্ণ বৃত্তে আঁটা নেই, যা মেঘ-বৃষ্টি-রোদ-হাওয়ার মতোই, সাবেকি অথচ অমলিন! সৌরভ বরাবর লেখেন চেনা মানুষ, চেনা প্রকৃতি, চেনা অনুভবের গল্প। অথচ, কোন এক আশ্চর্য কৌশলে সেই পরিচিত ছবির ওপরেই তিনি কী এক জাদুর গুঁড়ো ছড়িয়ে রাখেন, কুশলী তুলিতে বুলিয়ে রাখেন মূল্যবোধের আলতো আভা- যাতে মজার গল্প রহস্য গল্প বা মানবিক উপলব্ধির গল্প সবেতেই ফুটে ওঠে অপূর্ব মায়া! একবার পড়লে সৌরভের কিশোর-গল্পগুলি ভোলা শক্ত। বুকের গভীরে কেটে বসে যায় তারা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.