একুশ শতকের কালান্তক ঘটনা 'লক ডাউন'। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আদলটাই বদলে দিয়েছিল সেই কালো দিনগুলো। সেইদিনের আর্থ-সামাজিক পর্যালোচনা আর তারই মাঝে সাম্প্রদায়িক সংক্রমণ- এই বইয়ের বিষয়বস্তু সেই দুঃসহ সময়কাল। যাদের আমরা সেকুলার বলে ভাবতে অভ্যস্থ, সেইসব রাজনীতির কেষ্টবিষ্টুরাও যে কতখানি সাম্প্রদায়িক, প্রাণের তোয়াক্কা না করে এখানে তা অকপটে লিখেছেন লেখক, করেছেন নির্মোহ বিশ্লেষণ। সামাজিক সঙ্কটকে কাজে লাগিয়ে মানুষকে বিভাজিত করবার যে নোংরা ষড়যন্ত্র আমাদের এই বাংলার বুকেই দেখা গেছিল করোনা কালে, আতসকাঁচের নীচে ফেলে তাকে এখানে দেখিয়েছেন লেখক।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি