মানিক বন্দ্যোপাধ্যায় : একটি জীবনী
মালিনী ভট্টাচার্য
'... মানিক তাঁর ব্যক্তিজীবন ও লেখকজীবনের মধ্যে কোনও জল-অচল বিভাজন করেননি। তাঁর জীবনের শেষ কয়েক বছরে লেখা ডায়রিতে যেমন প্রাত্যহিক তেল-নুন-লকড়ির হিসাবের পাশাপাশিই পাওয়া যায় অন্ধ্রে কমিউনিস্ট পার্টির পরাজয়ের বিশ্লেষণ, তেমনই পরপৃষ্ঠাতেই গল্প বা উপন্যাসের খসড়াও ধরা থাকে। কিন্তু কেবল ডায়েরিতেই নয়, তাঁর যেকোনো লেখার মধ্যে - বিশেষত শেষদিকের লেখায় - তিনি যেন কোনও রাখঢাক না করে আমাদের নিয়ে আসতে চান তাঁর প্রতিভার রান্নাঘরে; যেন চোখে আঙুল দিয়ে বলেন: দ্যাখো আমি এইভাবে বাঁচি, এইভাবেই লিখি।' - মালিনী ভট্টাচার্য
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.