মাসিক বসুমতী : সুরেন্দ্রনাথ স্মৃতি অর্ঘ্য
ভাদ্র, ১৩৩২
পুনরুদ্ধার ও সম্পাদনা : সৌমক পোদ্দার
ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনের আদিপর্বের নেতৃত্ববর্গের মধ্যে স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম সর্বাগ্রগণ্য। ব্রিটিশ বিরোধী ভারতীয় জনগণকে ঐক্যবদ্ধ করতে অন্যতম প্রাতিষ্ঠানিক প্রয়াস তাঁর নেতৃত্বেই সংগঠিত হয়েছিল—‘ভারতসভা’ রূপে। তাঁর সমন্বয়ী, জাতীয়তাবাদী চেতনা সমকাল তথা বর্তমানযুগেও সমানভাবেও প্রাসঙ্গিক। সমকালের বহু জাতীয়তাবাদী নেতৃবর্গ তাঁকে জাতীয়তাবাদী আন্দোলনের পথপ্রদর্শকরূপেই চিহ্নিত করেছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছিল সমগ্র ভারতীয় সমাজ। সমকালের বিবিধ পত্রপত্রিকায় স্মৃতি আলেখ্য প্রকাশিত হয়েছিল। এমনই একটি সমকালের জনপ্রিয় পত্রিকা ছিল ‘মাসিক বসুমতী’। ভাদ্র, ১৩৩২ বঙ্গাব্দে পত্রিকার একটি বিশেষ সংখ্যায় মনস্বীজনের কলমে প্রকাশিত হয়েছিল ‘সুরেন্দ্রনাথ স্মৃতি অর্ঘ্য’। আলোচ্য গ্রন্থটি সেই দুষ্প্রাপ্য পত্রিকারই উজ্জ্বল উদ্ধার, পুনর্মুদ্রণ।