মরু অভিযান
যোগেন্দ্রনাথ গুপ্ত
দুঃসাহসী বাঙালি তরুণদের দুটো শ্বাসরোধকারী অ্যাডভেঞ্চার- ‘সাহারার বুকে’ ও ‘আরব বেদুইন’ একত্রে নতুন করে প্রকাশিত হল। যথাক্রমে ১৯৩৬ ও ১৯৩৯ সালে লেখা এই উপন্যাসদুটো আজ থেকে প্রায় এক শতাব্দি আগেও থ্রিলার ঘরাণায় সমস্ত বৈশিষ্ট্যগুলোকে বাংলা সাহিত্যে নিপুণভাবে আমদানি করেছে। কাহিনির তীব্র গতি, মূল চরিত্রদের রোলার কোস্টার হেন ওঠাপড়া, দম আটকানো সব সিকোয়েন্স আর সর্বোপরি আরব সংস্কৃতি ও সাহারার মরুজীবনের ওপরে নিবিড় গবেষণা এ কাহিনিদের চরিত্র আর পটভূমিকে বিশ্বাসযোগ্য ও রোমাঞ্চকর করে তোলবার পরীক্ষায় সসম্মানে পাশ করেছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি