মৃণাল সেন: একটি ব্যক্তিগত পাঠ/ সোমেশ্বর ভৌমিক
প্রচ্ছদ: দেবাশিস সাহা
এই বই পদাতিক চলচ্চিত্রকারের বৈচিত্র্যময় সৃষ্টিকর্ম আর স্রষ্টা হিসেবে তাঁর সতত সজাগ সামাজিক ভূমিকার সঙ্গে লেখকের ব্যক্তিগত মোকাবেলার খতিয়ান। মোকাবেলা চলেছে চার দশক ধরে আড্ডায়, লেখায়, নিভৃত দ্বিরালাপে, সাক্ষাৎকারে। এসবের অনেকটাই ইতোমধ্যে পত্রপত্রিকায় প্রকাশিত হলেও কিছুটা থেকে গেছে ব্যক্তিগত নোটবইতে। চলচ্চিত্রকারের শতবর্ষ উপলক্ষ্যে সেই সবকিছুই এবারে নিয়ে আসা হলো দুই মলাটের মধ্যে।