নক্ষত্রকথা
সুদেষ্ণা বসু
প্রকাশক : ব্ল্যাকলেটার্স
হারানো উজ্জ্বল নক্ষত্রের সন্ধানে
ব্ল্যাকলেটার্স প্রকাশিত সুদেষ্ণা বসুর 'নক্ষত্রকথা' বইটি যেন এক টাইম মেশিন। বই এর পাতায় পাতায় লুকিয়ে আছে সেই সব বাঙালি ব্যক্তিত্বদের গল্প, যাঁরা এক সময়ে আমাদের সংস্কৃতিকে আলোকিত করেছিলেন, অথচ সময়ের স্রোতে আমরা তাঁদের ভুলতে বসেছি। আনন্দবাজার পত্রিকার 'নস্টালজিয়া' বিভাগ থেকে সংকলিত এই বইটিতে আছে এমন চৌত্রিশ জন এমন কৃতী পুরুষ ও নারী, যাঁরা নিজেদের কর্মক্ষেত্রে ছিলেন অনন্য।
সিনেমা, সাহিত্য, সঙ্গীত থেকে শুরু করে থিয়েটার ও ক্রীড়াজগতের এই নক্ষত্রদের জীবনযাত্রা ছিল এক ভিন্ন স্বাদের কাহিনি। পাহাড়ি সান্যাল, বলরাজ সাহনি, লীলা মজুমদার, উৎপল দত্ত, শম্ভু মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, এমনকি প্রথম আধুনিক নারী জ্ঞানদানন্দিনী দেবীর মতো ব্যক্তিত্বদের জীবন ও কর্মের গভীরে ডুব দিয়েছেন লেখিকা। লেখিকার সাবলীল ভাষা আর গভীর গবেষণা প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তুলেছে, যা পাঠকের মনে তাঁদের জন্য এক গভীর আত্মীয়তা তৈরি করে।
এই বইটি কেবল তথ্যবহুল নয়, এক নিখুঁত দলিল বলা চলে। কীভাবে কিছু সাধারণ জীবন অসাধারণ হয়ে উঠেছিল, এবং তাঁদের জীবনের লড়াই, সাফল্য সবই এই বইতে উঠে এসেছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি