উইন্ডস্ক্রিনের ধুলো
প্রদীপ দাশশর্মা
প্রকাশক : ব্ল্যাকলেটার্স
ব্ল্যাকলেটার্স প্রকাশ করেছে প্রদীপ দাশশর্মার উইন্ডস্ক্রিনের ধুলো বইটি। 'উইন্ডস্ক্রিনের ধুলো' এক খণ্ড-জীবনের উপকথা। অশীতির ঢের অসম্পূর্ণতার কাহিনি। যদি, কোথাও কোনও অস্থিরতা রচিত হয়ে থাকে তাহলে লেখকের, নিশ্চিত, মনে হবে, কিছু তো হ'লো! পারিপার্শ্বিক লোকজন, তাঁদের অস্পষ্টতা, থেকে গেল, অন্তত। পাশে, উটের গ্রীবার মতো আমার ব্যর্থতা। লুকোছাপা নেই। স্পষ্ট। যেমন, দীপ্র একটা গাছ দাঁড়িয়ে আর, পেছনে নীল রঙের পাহাড়ের অস্পষ্টতা...
এটি কেবল একটি স্মৃতিকথা নয়, এটি সময়, মানুষ আর শহরের রূপান্তরের এক জীবন্ত দলিল।
আসানসোল থেকে কলকাতা—শহরের পরিবর্তনশীল রূপ, শিক্ষাপ্রতিষ্ঠানের রাজনীতি, ছাত্রজীবনের আবেগ, আর সাহিত্য-সংস্কৃতির টানাপোড়েন এখানে একইসঙ্গে ধরা পড়ে। লেখক তুলে ধরেছেন মানুষে-মানুষে সম্পর্কের টানাপোড়েন, রাজনৈতিক অস্থিরতা, এবং শিক্ষাব্যবস্থার ভিতরকার সংকট। তার লেখার ভঙ্গি কখনো নস্টালজিক, কখনো ব্যঙ্গাত্মক, আবার কখনো গভীর আবেগময়।
“উইন্ডস্ক্রিনের ধুলো” নামের ভেতরেই লুকিয়ে আছে প্রতীকী তাৎপর্য—জীবনের পথে যত ধুলো জমে, যত স্মৃতি, দ্বন্দ্ব আর অস্থিরতা আসে, শেষ পর্যন্ত সবই মিলেমিশে তৈরি করে আমাদের অস্তিত্বের ক্যানভাস। স্মৃতির ধুলো ঝাড়তে ঝাড়তেই লেখক যেন খুঁজে বেড়ান মানুষ আর সময়ের আসল রূপ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি